পটুয়াখালীতে ৯৯৯ এ কল করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঘর পেল গৃহহীনা

পটুয়াখালীতে ৯৯৯  এ কল করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঘর পেল গৃহহীনা
রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে     ৯৯৯ এ কল করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সহযোগিতায় সদর উপজেলাধীন লাউকাঠী ইউনিয়নের মৃত. মোঃ ইউনুস শরীফের মেয়ে গৃহহীন উম্মে হেনা পেল 
মাথা গোজার ঠাই। ১৩ মে বুধবার বেলা ১২টায় লাউকাঠী কিসমত-১ আশ্রায়ন প্রকল্পের ব্যারাক  নম্বর-১৬ এর ১৩০ ঘরের বরাদ্দপত্র ও তালা চাবি উম্মে হেনা হাতে হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এসময় উপস্থিত ছিলেন 
লাউকাঠী আবসনের সভাপতি মেজান মৃধা, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঘর পেয়ে উম্মে হেনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা এর দয়াতে আমি ঘর পেলাম। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করি। জেলা প্রশাসক ও লতিফা জান্নাতী স্যারকে ধন্যবাদ জানাই। 
এসময় পটুয়াখালী সদর  উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ একটি পরিবারও গৃহহীন থাকবে না।